অবশেষে আদালত চত্বরে হামলাকারীরা আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন

গত ১০ মার্চ সোমবার দুপুরে জেলা আদালত চত্ত্বরে আইনজীবী সমিতির সামনে লাঠি-শোঠা, ছুরি,রড, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিজ্ঞ আদালতের বিরুদ্ধে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকী দিয়ে আইনজীবীদের উপর আকস্মিকভাবে হামলা করেন একদল নামধারী ছাত্ররা। তাদের হামলায় সিনিয়র আইনজীবী খলিলুর রহমান,আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল, শাহজাহান আলী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হোন। এ নিয়ে জেলা আইনজীবী সমিতি শাস্তির দাবীতে মানববন্ধন করেন। পরে বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়। ১৬ মার্চ দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এসে হামলাকারীদের মধ্যে একাংশ এসে তাদের ভুল বুঝতে পারায় অবশেষে আইনজীবীদের নিকট ক্ষমা প্রার্থণা করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিসাত রেজুয়ান বাবু বলেন, আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক। তবে যেহেতু তাদের বয়স কম ও তারা তাদের ভুল বুঝতে পেরে আইনজীবীদের নিকট ক্ষমা প্রার্থণা করেছেন। সেহেতু বিষয়টি আইনজীবীদের নিকট উপস্থাপন করলে সকলের সম্মতিতেই তাদের অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে। তিনি আরও বলেন, তবে আদালত প্রাঙ্গণে এসে আইনজীবীদের উপর হামলাকারীরা সনাক্ত। যারা ক্ষমা প্রার্থণা করেছে, শুধু তাদেরকেই ক্ষমা করা হয়েছে।।বাকীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মামলা দায়ের করবে জেলা আইনজীবী সমিতি। ভবিষ্যতে যেন কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়। এসময় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ জেলার অন্যান্য আইনজীবীগণও উপস্থিত ছিলেন। মেহেদী হাসান জামালপুর। ১৬-০৩-২০২৫