৪ মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেনের ১৯ দিনের রিমান্ড

চারটি মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনের ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল সদর আমলি আদালত একটি হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালত একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তার আগে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানায় করা একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ছানোয়ারকে প্রথমে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয়। এসময় টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা এবং আরও দুটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খাঁন মারুফ হত্যা মামলায় ও দ্রুতবিচার আইনে করা মামলায় পাঁচদিন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।