ডাসারে ওয়ার্কশপ দোকানে চুরি

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার চৌরাস্তার পশ্চিম পাশে জামিল শিকদার নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর দোকানের তালার আংটা কেটে ভিতরে ঢুকে মালামাল চুরির ঘটনা ঘটছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে চোরেরা পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের।চুরির ঘটনায় ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন,ভুক্তভোগী ব্যবসায়ী। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাগেছে, চৌরাস্তার পশ্চিম পাশে ভোর রাতে দোকানের আংটা কেটে চোরেরা প্রবেশ করে,২ মটর,২ টি গ্রান্ডার মেশিন, ১টি অয়ালিং সেট,২ টি ড্রিল মেশিনসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






