মাদারীপুরে পাঁচ বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Apr 18, 2025 - 17:53
 0  56
মাদারীপুরে পাঁচ বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ম.ম.হারুন অর-রশিদ,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবচরের রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিশুটি এক সপ্তাহ আগে তার মায়ের সাথে একই ইউনিয়নের রাজারচর কাজী কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। গত ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিশুটি নানা বাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় একই এলাকার তোতা শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলায় শয়ন কক্ষে নিয়ে যায়। শিশুটি এতে ভয় পেয়ে বাইরে আসতে চাইলে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তোতা শেখ। এ সময় তোতা শেখ শিশুটির শরীরের লজ্জা স্থানসহ বিভিন্ন স্থানে স্পর্শ করে ও বিকৃত যৌনাচার করে। শিশুটিকে দিয়ে নিজের লজ্জা স্থানে স্পর্শ করাতে বাধ্য করে। এদিকে পরিবারের লোকজন শিশুটিকে রাস্তায় দেখতে না পেলে অন্য শিশুরা জানায়, তাকে তোতা শেখ নিজ বাড়ির দিকে নিয়ে গেছে। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির মুখে ঘটনার বিবরণ শুনে ১৭ এপ্রিল বৃহস্পতিবার শিশুটির নানী বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেফতার করেন এবং শুক্রবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করে। শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, ‘একটি শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow