১১ নং ওয়ার্ডে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক

জামালপুর সদর থানা পুলিশ এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ,ইভটিজিং, ধর্ষণ,আপহরণ,বডি শেমিং,সাইবার বুলিং,মাদক,বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক আলোচনা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ এপ্রিল (শুক্রবার) শহরের বগাবাইদ বোর্ডঘর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবীবুর রহমান সাইফুল মন্ডল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল, এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মনসুর মিয়া ও সাংবাদিক মেহেদী হাসান। বক্তারা বলেন,মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি যা আত্মঘাতিমূলক জীবন প্রবাহ এবং কুৎসিত পথ। যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসী মিলে সার্বিক সহযোগিতার আহবান জানান বক্তারা। এ সময় জামালপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদক প্রতিরোধে,ইভটিজিং প্রতিরোধ,সাইবার বুলিং সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়৷ মেহেদী হাসান জামালপুর। ১৮-০৪-২০২৫