সাভারে জাতীয় স্মৃতিসৌধে আ-আম জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন

Apr 18, 2025 - 18:12
 0  39
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আ-আম জনতা পার্টির শ্রদ্ধা নিবেদন

মোঃ সোহেল রানা: জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।  শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে এক শুভেচ্ছা অনুষ্ঠানে দলের নেতারা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। এ সময় দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমাদের উদ্দেশ্য দেশের কল্যাণে সবাইকে একত্রে কাজ করা, কারো সঙ্গে বৈরিতা নয়। তিনি আরো বলেন,২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল আমীন বলেন,প্রথম থেকেই সাংবাদিকরা আমাদের নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন,পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগের পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নিরলসভাবে কাজ করবে। আমরা দেশের উন্নতির জন্য একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow