গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন

Feb 22, 2025 - 21:10
Feb 24, 2025 - 12:42
 0  32
গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বনভোজন

নুর আলম সুমন,গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি নানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সংগঠন  গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের আয়োজনে বার্ষিক বনভোজন ।  শনিবার (২২ফেব্রুয়ারী) নাটোর গ্রিনভেলী পার্কের এজেলিয়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন আশির দশকের তোখড় ছাত্রনেতা সদ্য কারামুক্ত সাবেক  শিল্প উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ঘনিষ্ঠ সহচর বিশিষ্ট শিল্পপতি মো:আজিজুল ইসলাম জামরুল।  ক্লাব সভাপতি ছানোয়ার হোসেন  ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে দিনভর চলে নানা আয়োজন, রান্নাবান্না ভূরিভোজ। পরে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের বিষেশ আকর্ষণ  লাকী লটারির ড্র।  অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাব সম্পাদক কাজি এমদাদুল হক রান্টু, সহকারী অধ্যাপক কে.এম.শামিম, মো: রেজাউল করিম খোকা, শাহানূর আহমেদ সোহাগ, বদিউজ্জামান রানা, মাহফুজুর রহমান আজাদ, খালিদ হাসান লিপন, মো: আব্বাছ আলী,হাজি মো: বোরহান প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow