গোপালপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নুর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনে ইতিবাচক প্রভাব ফেলে। সুস্থ শরীর গঠন ইতিবাচক মনোভাব তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়ার অবিরাম চাপ ও এক ও একঘোঁয়ামী দূরীকরণে খেলাধুলা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী শরীরীক ও মানসিকভাবে উৎফুল্ল্য থাকে, তাই একাডেমী কার্যক্রমে মনোযোগ করতে টাঙ্গাইলের গোপালপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাইট হাউস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও হেরার আলো মডেল মাদ্রাসা কর্তৃক ২০২৫ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত খেলা উদ্বোধন করেন জামাতে ইসলামী বাংলাদেশ টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউস শিক্ষা পরিবারের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতাউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান, লাইট হাউজ শিক্ষা পরিবারের পরিচালক অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য ও ক্রিয়া প্রতিযোগিতার আহ্বায়ক খন্দকার সুরুজ্জামান, নির্বাহী সদস্য রোকনুজ্জামান সহ উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ