সাভার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সাভার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

খলিল, সাভার। সাভার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মেহেদী রানা শহীদ। সভাপতিত্ব করেন সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের সদস্য মো. আব্দুল কুদ্দুস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষক ও সমাজসেবকগণ, যাঁরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।