কয়রায় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনার কয়রায় গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর সেনাবাহিনী,পুলিশ ও জাতীয় পার্টি কতৃক হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি(জাপা)সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে কয়রা উপজেলা গণধিকার পরিষদ। শনিবার(৩০ আগষ্ট) কয়রা সদরে মধুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, মুক্তি বিষয়ক সম্পাদক জি এম তরিকুল ইসলাম,কয়রা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলী,খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মোড়ল,অর্থ সম্পাদক শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ আরো অনেকে। এসময় বক্তরা বলেন,অনতিবিলম্বে গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর হামলায় জড়িত সেনাবাহিনী, পুলিশ সদস্যদের ও জাতীয় পার্টির নেতৃবৃন্দকে বিচারের আওতায় আনতে হবে।এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
What's Your Reaction?