কিশোরগঞ্জ জেলা আঃলীগের ব্যানারে ঝটিকা মিছিল

Apr 20, 2025 - 19:25
 0  112
কিশোরগঞ্জ  জেলা আঃলীগের ব্যানারে ঝটিকা মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

কিশোরগঞ্জ  ভৈরব আঞ্চলিক মহাসড়কে রবিবার ২০ এপ্রিল  ২০২৫ দুপুর দুইটার পরে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। আজ দুপুরে ফেইসবুকে খবর শেয়ার হওয়ায় এলাকায়  জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আঃলীগ কি আছে? 

জেলা ছাএলীগের সভাপতি আনোয়ার হোসেন  মোল্লা সুমনের ব্যাক্তিগত আইডি থেকে বিক্ষোভ মিছিল এর এ ভিডিও টি দুপুরের কিছুক্ষন পরে শেয়ার হয়েছে বলে জানা গেছে। 

ভিডিও  ফুটেজে ১৮-২৫ বছর বয়সীপ্রায় ১৫  থেকে ২০  জন  ছেলের নাকে মুখে কাপড় লাগানো বিক্ষোভ মিছিল টি ভাইরাল হয়।  আইসিটি ট্রাইবুনালে সাবেক  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও আঃলীগ নেতাদের বিরুদ্ধে  অসাংবিধানিক  ও বেআইনি  কার্যক্রমের প্রতিবাদে  মিছিল  ও স্মারকলিপি  প্রদান লেখা মিছিলটি  ভোরে কোন এক সময়  হয়েছে বলে অনুমান করা যায়। 

পুলিশ সূএেও এ মিছিল এর খবরটি জানে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow