জামালপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর পদক্ষিন শেষে তমালতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম এবং সাধারণ সম্পাদক ছাঈদা বেগম শ্যামা।
এসময় বক্তারা বলেন, নারীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। জাতীয়তাবাদী মহিলা দল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে।
মেহেদী হাসান
জামালপুর।
০৯.০৯.২০২৫
What's Your Reaction?