ফটিকছড়ির ভ‚জপুরে যুবদল নেতার হয়রানির প্রতিবাদে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

Sep 8, 2025 - 14:48
 0  24
ফটিকছড়ির ভ‚জপুরে যুবদল নেতার হয়রানির প্রতিবাদে প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন

ফটিকছড়ি প্রতিনিধি। 

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে যুবদল নেতা শাহাদাত হোসেনের অব্যাহত হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সৌদি প্রবাসী আলমগীরের পরিবার। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী আলমগীরের ভাইয়ের স্ত্রী লাকি আক্তার। এ সময় পরিবারের অন্যান্য নারী সদস্যরা উপস্থিত ছিলেন। 
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, যুবদল নেতা শাহাদাত ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ৫০ হাজার টাকা দেয়ার পরও তাদের হয়রানি থামেনি। গত বছরের ১৪ ডিসেম্বর প্রবাসী আলমগীরের ভাই জাহাঙ্গীরকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গাঁজা ব্যবসায়ী সাজিয়ে নির্যাতন চালানো হয়। এরপর ইয়াবা ও ছুরি বসানোর নাটক সাজিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়।

লাকি আক্তার আরও অভিযোগ করেন, মূলত সেদিনকার গাঁজা বোঝাই সিএনজিটি ছিল শাহাদাতের। সেটি আটক হওয়ায় নিজের সম্পৃক্ততা ঢাকতে তিনি এ নাটক সাজান। পরবর্তীতে জাহাঙ্গীরকে ছেড়ে দেয়ার জন্য শাহাদাত পুলিশের কাছে ঘুষ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। বাধ্য হয়ে চিকিৎসার জন্য জমানো টাকাই দিতে হয়। ওই অর্থ না থাকায় চিকিৎসার অভাবে তার ক্যান্সার আক্রান্ত বোনের মৃত্যু হয়। তিনি আরও জানান, এসব ঘটনার সত্য প্রকাশ পেয়ে গেলে শাহাদাত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রবাসী আলমগীরের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ও জিডি করে। পরে পুলিশ ও দলীয় লোকজন নিয়ে তাদের বাড়িতে গিয়ে নারীদের হয়রানি করে। বর্তমানে বাড়িতে কোনো পুরুষ না থাকায় তারা নারী সদস্যরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে শাহাদাতের হুমকি ও হয়রানি থেকে পরিবারকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। পাশাপাশি জাহাঙ্গীরকে ছাড়িয়ে নেয়ার অজুহাতে হাতিয়ে নেয়া অর্থ ফেরত ও যুবদল নেতা শাহাদাতকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি ভিত্তিহীন। এলাকার একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে অপদস্ত করার জন্য এসব প্রপাগাণ্ডা ছড়াচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow