তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল
খলিল ,সাভার
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা যুবদল।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।তারেক রহমানসহ বিএনপি'র কোন নেতাকে নিয়ে কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করলে তাকে কঠোরভাবে দমন ও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার যুব দলের নেতাদের । এসময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ,সাধারণ সম্পাদক আইয়ুব খান ও ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসম ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?