কিশোরগঞ্জে শ্রমিক দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: 'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। ' দুনিয়ার মজদুর একহও একহও শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে কিশোরগঞ্জে ১ মে শ্রমিক দিবস পালিত হয়েছে। জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ১৮৯৫ এর সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে প্রায় দুইহাজার লোকের একটি রেলী কিশোরগন্জ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। ১ মে ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক আইন বাস্তবায়ন সহ রাস্ট্রীয় কোষাগার থেকে শ্রমিক পরিবারের জন্য ভাতা নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়ন সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, মাহবুব মোল্লা, রাজীব আহমদ আসাদ, আনিসুর রহমান, জয়নাল আবেদিন, শফিকুল ইসলাম, মোঃ রুমান খান, আনোয়ার হোসেন ও অন্যন্য শ্রমিক নেতৃবৃন্দ।
What's Your Reaction?






