ধামরাইয়ে মাটি ভর্তি ট্রাক দিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে দিল চিহ্নিত মাটি মাটি খেকোরা

ওসমান গনি ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন বুচাই বাড়ি এলাকার পিওর ইট ভাটার পূর্ব পাশে খালের মাটি কেটে বাঁধ দিয়ে রাতের আধারে ফসলি মাটি কেটে বিক্রি করছে চিহ্নিত মাটি খেকোরা, মাটি ভর্তি ট্রাক নষ্ট করছে গ্রামীন রাস্তা ও বিল বাউটিয়া বেরশ আঞ্চলিক সড়ক ও ফাটল ধরছে ব্রিজ,,ভেঙে ফেলেছে রেলিং চরম দুর্ভোগ পরেছে এলাকা বাসী,,
অভিযুক্তরা হলে কুশুরা ইউনিয়নের বুচাইবাড়ি এলাকার নজরুল দেওয়ান,,তাহের, রেরশ গ্রামের লিটন, স্হায়ী বাসিন্দা আলমগীর হোসেন জানান আমাদের এই বিলবাউটিয়া হতে বেরশ পযন্ত রাস্তা এখন পাকা করন সম্পন্ন কাজ হয়নি অর্ধেকটা হয়েছে, এর মধ্যেই মাটি ব্যবসায়ীরা রাতের আঁধারে মাটি ভর্তি ট্রাক নিয়ে নষ্ট করে ফেলছে, সেই সাথে রাস্তার মধ্যে একটি চিকন ব্রীজ ছিল যা তারা ফাটল ধরেছে এমনকি ব্রীজের দুই পাশে থাকা রেলিং ভেঙে ফেলেছে, মাটি ব্যবসায়ীরা আমাদের বাঁধা না মেনে ক্ষমতা দাপট দেখি এই কাজ গুলো করেছে, এই বিষয়ে অভিযোক্ত নজরুল দেওয়ান মোঠো একাধিক বার কল করলে ফোন রিসিভ করেন তিনি,,