তরুণ নির্মাতা বাপ্পি খানের জন্মদিন আজ

Oct 14, 2025 - 01:16
 0  45
তরুণ নির্মাতা বাপ্পি খানের জন্মদিন আজ

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা বাপ্পি খান-এর আজ (১৪ অক্টোবর, মঙ্গলবার) জন্মদিন। ছোট পর্দায় নিয়মিত ব্যস্ত এই নির্মাতা বর্তমানে কাজ করছেন তাঁর নতুন ধারাবাহিক নাটক ‘টানাপোড়ন’ নিয়ে।

একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীকে নিয়ে নির্মিত এই ধারাবাহিকের গল্পে রয়েছে পরিবার, সম্পর্ক, টানাপোড়ন ও আবেগের রঙে বোনা বাস্তব জীবনের কাহিনি, যা দর্শকের মনে ছুঁয়ে যাবে— এমনটাই আশা প্রকাশ করেছেন নির্মাতা বাপ্পি খান।

নিজের জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ করে বাপ্পি খান বলেন,
দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় উপহার। জন্মদিনে সবাই দোয়া করবেন যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।


এই প্রতিশ্রুতিশীল নির্মাতার জন্মদিনে সহকর্মী, শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। অনেকেই জানিয়েছেন, বাপ্পি খান তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা ও গল্প বলার মুন্সিয়ানায় ইতিমধ্যেই তরুণ নির্মাতাদের মধ্যে একটি বিশেষ অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে বাপ্পি খান ‘টানাপোড়ন’-এর কাজ ছাড়াও আরও কয়েকটি নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন, যেগুলো খুব শিগগিরই দর্শকদের সামনে আসবে ছোট পর্দায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow