দুর্গোৎসব উপলক্ষ্যে শেরপুরের জামায়াত নেতার শুভেচ্ছা বিনিময়
ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। তিনি বিকেলে পৌরশহরের বিভিন্ন মহল্লার ১৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে জামায়াত নেতা মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমর সবাই বাংলাদেশী। এটাই হলো আমাদের আসল পরিচয়। চলমান দুর্গোৎসবে নারী পুরুষ সবাই যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর হেলাল উদ্দিন, নায়েবে আমীর আরিফ রব্বানী, সেক্রেটারি আবদুল মোমেন, শ্রমিক কল্যাণ সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের ও যোগানীয়া ইউনিয়ন জামায়াতের আমীর আয়ুব আলী প্রমুখ।
What's Your Reaction?