কিশোরগঞ্জে  যুব  বিনিময় কর্মসূচি  শ্রীলঙ্কান যুব প্রতিনিধিদের শুভেচ্ছা ও  মতবিনিময় সভা

Sep 4, 2025 - 13:47
 0  61
কিশোরগঞ্জে  যুব  বিনিময় কর্মসূচি  শ্রীলঙ্কান যুব প্রতিনিধিদের শুভেচ্ছা ও  মতবিনিময় সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি। 

যুব নেতৃত্ব  বিকাশ যুবদের আত্ম: সম্পর্কোন্নয়ন, যুব সংসদের প্রতিনিধিত্ব বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে সম্পন্ন হয় বাংলাদেশ শ্রীলংন্কান  যুব বিনিময় কর্মসূচি ২০২৫। কিশোরগঞ্জের ৪ টি প্রতিষ্ঠান  মতবিনিময় সভার আয়োজন করে। 
৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার সকাল ১১টায় যুব প্রশিক্ষণ কেন্দ্র কিশোরগন্জে  উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ এর  আয়োজনে এই শুভেচ্ছা মূলক মতবিনিময়    সভা অনুষ্ঠিত হয়। 
শ্রীলংকার প্রতিনিধি দলে ১৮  জন যুবও যুব মহিলা প্রতিনিধি এবং দুই জন শ্রীলঙ্কান সরকারের  যুব কর্মকর্তা এতে  অংশগ্রহণ করেন।  বাংলাদেশ শ্রীলংকা যুব বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশে ১০ দিনের সফরে আসেন। এর আগে  বিশ্ব সাহিত্য কেন্দ্র,  ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষের আমন্ত্রণে পরিদর্শন  ও মতবিনিময় সভা  করেন। 


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হোপ ৮৭ এর আমন্ত্রণে  বাংলাদেশে  এবং ঢাকার বাহিরে রাজশাহী ও কিশোরগঞ্জে সফর কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছিল। 
কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে বেলা ১২ টায়  যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম শামীম ও সহকারী পরিচালক মোহাম্মদ আতাহার আলী,উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা কিশোরগঞ্জ সদর  মোঃ নজরুল ইসলাম  সহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং যুব কর্মী গণ তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান। এক সংক্ষিপ্ত মতবিনিময়  সভায় দুই দেশের যুব কার্যক্রম  তুলে ধরা হয়। 

পরে সবজান রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের   একটি সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ - শ্রীলংকা দুই দেশের  জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কিশোরগঞ্জ  শিক্ষা বিভাগীয় কর্মকর্তা গণ কিশোরগঞ্জ এর স্হানীয় সংস্কৃতি  তূলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত  জেলা প্রাথমিক শিক্ষা  অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক  এবং 
শ্রীলংকার প্রতিনিধি দলে থাকা শ্রীলংকান যুব সংসদের সদস্য শ্রীলংকার যুব  কার্যক্রমের  বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। 
আগত যুবপ্রতিনিদের সম্মানে কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এবং   আলমগীর হোসেন সিটি র মহাব্যস্হাপক  মোঃ শফিকুল আলম ( শিপলু"র) পক্ষ থেকে শ্রীলঙ্কান যুব প্রতিনিধি দের  সকলকে   ক্রেস্ট  উপহার প্রদান   করা হয়। 

পরে সবজান রামচরণ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ  সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজন করেন। এতে বিদ্যালয়ের  শিশুরা আগত প্রতিনিধিদের সম্মানে  বাংগালী  সংস্কৃতি তূলে ধরে অনুষ্ঠানে গান,  নাচ,  কবিতা পরিবেশন করেন।  উক্ত অনুষ্ঠানে সবজান রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, গান,কবিতা, সংগীত এবং অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী  সংস্কৃতিতে বিদেশী অতিথি গণ অবিভূত হয়ে বিদ্যালয়ের সকল শিশুদের  জন্য বাজার থেকে জুস এনে বিতরণ করেন। 


পরে বিকাল ৫ টায়  জেলা সরকারী গণ গ্রন্হাগারে  যুব নেতৃত্ব বিকাশে বেসরকারি গণ গ্রন্হাগারের ভূমিকা  শীর্ষক  আলোচনাসভা  অনুষ্ঠিত হয়। 
প্রফেসর ডঃ ইয়াসমিন আহম্মেদ  এর  সভাপতিত্বে  আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন  শ্রীলংন্কান যুব কাউন্সিল   কর্মকর্তা  রাজা পাকসে, বিশেষ অতিথি ছিলেন   জেলা গ্রন্হাগারিক  আজিজুল হক সুমন, হোপ ৮৭ কান্ট্রি  ডিরেক্টর   রেজাউল করিম বাবু।  কাইডস্ নির্বাহী পরিচালক শাহ মোঃ সারওয়ার জাহান এর সন্চালনায়  স্বাগত বক্তব্য  রাখেন বেসরকারী গণ গ্রন্হাগার সমিতির সভাপতি   মোঃ রুহুল আমীন। বিভিন্ন পর্বে  সমগ্র  অনুষ্ঠান টি  তে ন্যাশনাল ইয়ুথ ফোরাম  কিশোরগঞ্জের  নারী পূরুষ  ১০ জন স্বেচ্ছাসেবী দিনব্যাপী একাধিক  অনুষ্ঠানে  সরাসরি সম্পৃক্ত  ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow