কিশোরগঞ্জ ৫ (বাজিতপুর -নিকলী) সংসদীয় আসনের বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী এহেসান কুফিয়া বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
শাহ মোহাম্মদ সারু,
কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জ ( ০৫) সংসদীয় আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ এহেসান কুফিয়া আজ প্রায় ১৫০০ মোটরসাইকেল নিয়ে তার সংসদীয় আসন বাজিতপুর ও নিকলিতে মোটর সাইকেল শোভাযাত্রা ও পথ সভা করেন।
এ সময় তিনি বাজিতপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে শোভাযাত্রা ও পথসভা করেন এবং উক্ত শোভাযাত্রাটি নিয়ে তিনি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ঘোরাফেরা ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় চারণ সাংবাদিকদের দেয়া সংক্ষিপ্ত সাক্ষৎকারে মোঃ এহেসান কুফিয়া বলেন ,তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত তার পূর্ব পূরুষ বিএনপি'র রাজনীতি করতেন। বিগত স্বৈরাচারের আমলে তিনি বিএনপির মেয়র নির্বাচন এবং জনগণের পাশে থাকেন এবং তৃণমূল-বিএনপি নেতাকর্মীদের নিয়ে সর্বদাই কাজ করে গেছেন।আন্দোলন সংগ্রামের মধ্যে তিনি ছিলেন এবং দল তাকে এই ত্যাগের সঠিক মূল্যায়ন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি আরো বলন, যদি তিনি নির্বাচিত হতে পারেন বাজিতপুর নিকলির জনগণের জন্য একটি মডেল উপজেলা এবং বিভিন্ন ধরনের উন্নয়নের মাধ্যমে তার সংসদীয় আসনকে ফুটিয়ে তুলবেন
সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, বাজিতপুর নিকলী আসনে এহেসান কুফিয়ার বিকল্প নাই। কারণ তিনি তৃণমূলের পাশে সব সময় আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন।
What's Your Reaction?