দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপু ও তার সহযোগী সাতক্ষীরায় গ্রেপ্তার
মোঃ কামাল উদ্দীন সাতক্ষীরা প্রতিনিধি ঃ দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপু ও তার সহযোগী মুছাঈদ আলম ওরফে ক্যামেলকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ এবং বিভিন্ন ডিজিটাল উপকরণ জব্দ করা হয়। শনিবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মুর্শিদ আলম লিপু মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলাম ও রাজিয়া সুলতানা দম্পতির ছেলে এবং গ্রেপ্তারকৃত তার সহযোগী মুছাঈদ আলম (৩০) মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া এলাকার মাসুদুল আলম ও লুবা ইয়াসমিনের ছেলে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি ও সদর থানার যৌথ দল খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের পরিচালনায় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল একাধিক জুয়ার প্লাটর্ফম।
গ্রেপ্তারকৃত মুর্শিদ আলম লিপুর নামে এর আগেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। ২০২১ সালের ১৪ নভেম্বর ঢাকার পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয় (যার এফআইআর নং-৩৭/৫৭৩)।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরো বলেন, এর আগে মেহেরপুরে তার নিজ বাড়িতে অস্ত্র ও অনলাইন জুয়ার সরঞ্জামের সন্ধানে যৌথবাহিনী চার দফা অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে সাতক্ষীরা জেলা পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। লিপু ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মোবাইল ও ল্যাপটপগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যাতে অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করা যায়। তিনি আরো জানান, দেশব্যাপী অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণা রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকাতেও নজরদারি আরও বাড়ানো হয়েছে।##
১১.১০.২৫,
What's Your Reaction?