আগামী জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা শামসুদ্দোহা মামুন
মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নে ৯ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন,৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শামসুদ্দোহা মামুন।বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একের পর এক পূজা মন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
পূজা মন্ডপগুলো হলো উত্তর দুর্গাপুর সিদ্ধেশ্বরী কালিবাড়ি দুর্গাপূজা মন্ডপ,উত্তর হাজিশ্বরাই দুর্গাপূজা মন্ডপ,হাজিশ্বরাই দুর্গাপূজা মন্ডপ,উত্তর গোপালপুর দুর্গাপূজা মন্ডপ, দক্ষিন গোপালপুর দুর্গাপূজা মন্ডপ, উত্তর জনার্দ্দনপুর দুর্গাপূজা মন্ডপ,দক্ষিন জনার্দ্দনপুর দুর্গাপূজা মন্ডপ,শিকারপুর দুর্গাপূজা মন্ডপ,মুরারীপুর দুর্গাপূজা মন্ডপ,মুরারিপুর ঠাকুর বাড়ী দুর্গাপূজা মন্ডপ ।
পূজা মন্ডব পরিদর্শনকালে শামসুদ্দোহা মামুন বলেন, মিরসরাইয়ের গন মানুষের নেতা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আপনাদের মাঝে এই উপহার তুলে দিচ্ছি। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলো, আছে ও থাকবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। তাই এই শারদীয় উৎসবে কেউ যদি কোন রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তাহলে আমরা কঠোরভাবে তা দমন করব। আপনাদের উৎসব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি থাকবো।
মিরসরাই উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক এম এ হানিফ মিজি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান ও উৎসবের নিরাপত্তায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমাদের দল সবসময় আপনাদের পাশে রয়েছে।
উক্ত পূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,মিরসরাই উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক এম এ হানিফ মিজি, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য নুরুন্নবী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা রায়হান, ৮ নং দুর্গাপুর ইউনিয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, বিএনপি নেতা শাহ আলম ভাই, বিএনপি নেতা নিজাম ভাই,৮ নং দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহেল, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,১ নং ওয়ার্ড যুবদল নেতা সুমন, ৮ নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, ছাত্রদল নেতা আরাফাত রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রিফাত, সাকিব, সহ বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?