মিরসরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জসিম উদ্দিন

Oct 1, 2025 - 15:20
 0  29
মিরসরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা জসিম উদ্দিন

বাচ্ছু পাটোয়ারি কমল,মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে শারদ শুভেচ্ছা,কুশল বিনিময় ও বিভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জসিম উদ্দিন।

 মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সব স্তরের জনসাধারণের সাথে শারদ শুভেচ্ছা,কুশল বিনিময় ও বিভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এদিন ৮ নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর সিদ্ধেশ্বরী কালিবাড়ি দুর্গাপূজা মন্ডপ,উত্তর হাজিশ্বরাই দুর্গাপূজা মন্ডপ,হাজিশ্বরাই দুর্গাপূজা মন্ডপ,উত্তর গোপালপুর দুর্গাপূজা মন্ডপ, দক্ষিন গোপালপুর দুর্গাপূজা মন্ডপ, উত্তর জনার্দ্দনপুর দুর্গাপূজা মন্ডপ,দক্ষিন জনার্দ্দনপুর দুর্গাপূজা মন্ডপ,শিকারপুর দুর্গাপূজা মন্ডপ,মুরারীপুর দুর্গাপূজা মন্ডপ,মুরারিপুর ঠাকুর বাড়ী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জসিম উদ্দিন তার বক্তব্য বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি বার্তা দিয়েছেন, যে এদেশে কোন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু সম্প্রদায় নেই। আমরা যে ধর্মের হই না কেন, সংখ্যায় যত কম বেশি হয় না কেন, আমরা প্রত্যেকেই এদেশের নাগরিক। সবার পরিচয় বাংলাদেশী। আমরা সবাই মানুষ, আমরা একে অপরের ভাই। আমরা সবাই একসাথে চলব, একসাথে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

 তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদের সারথী হিসেবে পাশে চাই। আমরা আপনাদের পাশে আছি। কোন অপশক্তি যেন আমাদের এই সম্প্রীতি নস্যাৎ করতে না পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। এ সময় তার সঙ্গে ছিলেন,প্রফেসার সেলিম নিজামী মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও জাসাস এর সাবেক সেক্রেটারি, মোঃ শহিদ কন্টাক্টর সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মির্জা মোমিন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক,মোঃ হেলাল উদ্দীন উপজেলা ছাএদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি,নিজাম উদ্দীন সাবেক উপজেলা বিএনপির সদস্য,মোঃ ফারুক হোসেন বিএনপির নেতা,মোঃ খোকা বিএনপির নেতা,আবছার বিএনপির নেতা,নরুল আলম বিএনপির নেতা,মোঃ জয়নাল অটো রিকশা শ্রমিক দলের সভাপতি,মোঃ মোশারফ হোসেন ইউনিয়ন যুব দলের সদস্য,ইকবাল হোসেন ছাএনেতা,অভি ছাএনেতা, মোঃ হোসেন ইউনিয়ন যুব দলের সদস্য, মোঃ আলা উদ্দীন যুব নেতা,ইলিয়াছ যুব নেতা,বাবলু যুব নেতা, শাহিন যুব নেতা,হাসেম যুব নেতা,মীর হোসেন যুব নেতাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow