বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন
বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃ নিরাপদ মীরসরাই গড়তে ধারণাপত্র ঘোষণা করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য ও মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকাল ৩ টায় মীরসরাই ক্যাফে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি ধারনাপত্রে মীরসরাইবাসীর সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপদ জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত মীরসরাই ও তারুণ্য, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভুমি ব্যবস্থা,নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলা, নিরাপদ পর্যটন, নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা, নিরাপদ রাজনীতি উল্লেখ করেন। নির্বাচিত হলে অনিয়ম- দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মিরসরাই উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগীতা কামনা করেন। সর্বশেষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
What's Your Reaction?