কিশোরগঞ্জ জামায়াতের সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি
কিশোরগঞ্জ প্রতিনিধি।
মিথ্যা গুজব, তথ্য ও মানব রচিত মতাদর্শে আর বাংলাদেশের মানুষ কান দিবে না। এর জ্বলন্ত উদাহরণ ডাকসু ও জাকসু নির্বাচন।
আমরা জাতি কে নতুন স্বপ্ন দেখাচ্ছি। জামায়াত কে ভোট দিয়ে বিজয়ী করলে জনগণের টাকা লুটপাট, ঘুষ - দুর্নীতি ও চাদাঁ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার গ্যারান্টি দিতে পারবে জামায়াতের নেতৃত্ব।
১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) বিকাল তিনটায় জেলা শিল্পকলা একাডেমী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আয়োজনে সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহর শাখা আমীর আ ম ম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী, জেলা জামায়াতের নায়েবে আমীর ও হয়বত নগর এ ইউ কামিল মাদরাসা ' র অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক জেলা আমীর অধ্যক্ষ তৈয়বুজ্জামান, কিশোরগঞ্জ ( সদর- হোসেনপুর) সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ নাজমুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার নায়েবে আমীর মোঃ বদরুজ্জামান রুবেল। সন্চালনা করেন জামায়াতের শহর শাখার সেক্রেটারি আবু নাসের ।
What's Your Reaction?