কয়রায় বৃদ্ধকে খুটির সাথে বেঁধে নির্যাতন

Aug 30, 2025 - 18:17
 0  32
কয়রায় বৃদ্ধকে খুটির সাথে বেঁধে নির্যাতন

কয়রা (খুলনা) প্রতিনিধি খুলনার কয়রায় তাহের সরদার (৭০) নামে এক বৃদ্ধকে খুটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। শনিবার(৩০ আগষ্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের গোলখালি গ্রামের বাসিন্দা তাহের সরদারের সঙ্গে তাঁর পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে তাঁর ছোট ভাই আব্দুল গনি সরদারের নির্দেশে তাঁকে বেধে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। গনি সরদার দক্ষিন বেদকাশি ইউনিয়ন জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানিয়েছেন, তাহের সরদারের পারিবারিক ২ বিঘা জমি নিয়ে তাদের ভাই বোনের মধ্যে বিরোধ রয়েছে। ঘটনার দিন তাহের সরদার ওই জমির ইজারার টাকা তুলে নিয়ে আসেন। তাঁর বোন আমেনা খাতুন ঘটনাটি ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গনি সরদারের কাছে জানান। গত বৃহস্পতিবার বিকালে তাহের সরদারকে বাড়ি থেকে ধরে এনে বাজারের একটি দোকানের খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতন করা হয়। ঘটনাটি শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে জানাজানি হয়। জানতে চাইলে জামায়াত নেতা আব্দুল গনি সরদার বলেন, যাকে খুটির সাথে বেধে রাখা হয়েছে তিনি সম্পর্কে আমার বড় ভাই। তিনি তাঁর বৃদ্ধা মায়ের দেখাশুনা করেন না। তাঁকে শায়েস্তা করতে আমার আরেক ভাইপো জুনায়েদ তাঁকে বেঁধে রাখেন। পরে স্থানীয় লোকজনের অনুরোধে ছেড়ে দেওয়া হয়েছে। দক্ষিন বেদকাশি ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকন বলেন, ঘটনা জানার পর ওই বৃদ্ধকে ইউনিয়ন পরিষদে ডেকে পাঠানো হয়। তাঁর কাছ থেকে ঘটনা জানার পর দুই পক্ষকে নোটিশ করে ইউনিয়ন পরিষদে আসতে বলা হয়েছে। ভুক্তভোগী তাহের সরদার বলেন, শালিস করার কথা বলে আমাকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি ঘটনার বিচার দাবী করছি। কয়রা থানার ওসি জি এম এমদাদুল হক বলেন, এমন ঘটনা এখনও আমার নজরে আসেনি। যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow