জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলো ১১ বছরের আঃ রাজ্জাক
মুন্সী ইউসুফ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
গাজীপুরে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে মাত্র ১১ বছরের কিশোর হাফেজ মোঃ আঃ রাজ্জাক। মহিপুর জামালুল কোরআন ক্যাডেট মাদ্রাসার এই প্রতিভাবান শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাতশত প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে প্রথম স্থান অর্জন করে।
কুরআনের সুর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতা ২১ আগস্ট গাজীপুরের সফিপুর ওয়ামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ৫ পাড়া গ্রুপে অংশ নিয়ে রাজ্জাক সুমধুর কণ্ঠে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করে বিচারকমণ্ডলীর মন জয় করে নেয়।
আঃ রাজ্জাক শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার প্রিয়কাঠী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারালেও অদম্য মনোবল নিয়ে কুরআন শিক্ষার পথে এগিয়ে যায় সে। বর্তমানে মা-ই তার একমাত্র অভিভাবক হিসেবে তাকে গড়ে তুলছেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী কাওসার আহমেদ নকীব বলেন,রাজ্জাকের এই অর্জন শুধু আমাদের মাদ্রাসার নয়, পুরো কলাপাড়া উপজেলার গৌরব। ছোট বয়সেই তার পরিশ্রম ও নিষ্ঠা তাকে আজ স্বর্ণপদক এনে দিয়েছে।
মাদ্রাসার অন্য শিক্ষকরাও তার মেধা ও অধ্যবসায়ের প্রশংসা করেন।
এদিকে আঃ রাজ্জাকের মা জানান,
আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শরীয়তপুরের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে এ সাফল্য সত্যিই বড় পাওয়া।
স্বর্ণপদক জয় করে আঃ রাজ্জাক প্রমাণ করেছে— প্রতিকূলতার মাঝেও অধ্যবসায় থাকলে সফলতা অবশ্যম্ভাবী।
What's Your Reaction?