জামালপুরে বিএনপি নেতার হরতালে সাড়া নেই, আটক-২

Aug 20, 2025 - 14:13
 0  31
জামালপুরে বিএনপি নেতার হরতালে সাড়া নেই, আটক-২

জামালপুরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে আজ সারা জেলায় আধাবেলা হরতাল আহবান করেছিলেন জেলা বিএনপির সদস্য শামীম আহমেদ। বিএনপির এই নেতার আহবানে সাড়া দিয়ে শুধুমাত্র শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার এবং ঢাকাইপট্রি থেকে বড় মসজিদ পর্যন্ত আংশিক হরতাল পালিত হয়েছে। এ ছাড়া জেলার কোথাও হরতালে সাড়া দেননি মানুষ। অন্যদিনের মত স্বাভাবিক গতিতে চলছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন বাসসহ সব ধরনের যানবাহন। হরতালের সমথনে দৈনিক আনন্দগঞ্জ বাজারের সামনে মিছিল করেছে শামীম অনুসারীরা। হরতালে নাশকতার পরিকল্পনার সময় আজ ভোররাতে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহবায়ক শুভ পাঠানসহ দুইজনককে আটক করেছে পুলিশ। এ সময় শুভ পাঠানের কাছ থেকে ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মেহেদী হাসান জামালপুর। ২০-০৮-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow