মহিপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধি: ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে থানা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় থানা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে মহিপুর-আলিপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সৈনিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। র্যালি শেষে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বক্তব্য রাখেন— সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ সহ-সভাপতি মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাওলাদার মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার লতাচাপলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার যুবদলের থানা সভাপতি মো. সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা ছাত্রদলের থানা সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি স্বৈরাচারবিরোধী সাহসী আন্দোলন, যার মাধ্যমে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। এই দিবস আমাদের জন্য ইতিহাস, গৌরব ও সংগ্রামের প্রতীক।” তারা আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে আবারও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সময় এসেছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের সেই সাহস ও চেতনার অনুপ্রেরণা যোগায়।” আলোচনার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
What's Your Reaction?