কয়রায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sep 16, 2025 - 18:22
 0  32
কয়রায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা খুলনা প্রতিনিধি, খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার(১৬ সেপ্টেম্বর) কয়রা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ সাহেবের মোড় এলাকায় অজিয়ার গং এর হরিণের মাংস পাচার সংক্রান্ত ঘটনাটি ধামাচাপা দিতে এবং ওই ঘটনায় গ্রামবাসীরা তাকে সাক্ষী করার কারণে পাচারকারী চক্রটি প্রতিহিংসা পূর্বক তাঁর নাম জড়িয়ে মানববন্ধন করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ ওই সকল ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন, প্রতিপক্ষ রাজনৈতিক মহল ও সুন্দরবনের কাঠ ও প্রাকৃতিক সম্পদ লুটপাটে জড়িত পাচারকারী চক্র অজিয়ার গং তাঁকে হেয় করার জন্য এই মিথ্যা সংবাদ ছড়িয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবন রক্ষায় ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তিনি সোচ্চার থেকেছেন। এজন্য প্রতিপক্ষের অপশক্তি তাকে টার্গেট করেছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় প্রকৃত সত্য উন্মোচনের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow