অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

Oct 14, 2025 - 00:22
 0  42
অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

বাচ্ছু পাটোয়ারী,মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে মিঠানালা ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। 
‎রবিবার ( ১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত ঢেউ টিন ও নগদ টাকা প্রদান করা হয়।,
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আলা উদ্দিন কাদের, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল রাফাত ইবনে মোরশেদ, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ।
‎ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউ টিন ও প্রতি পরিবারকে নগদ ৬হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

‎প্রধান অতিথি বক্তব্যে সোমাইয়া আক্তার বলেন, ৯ অক্টোবর উপজেলার মিঠানালা ইউনিয়নের অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসন সহায়তা প্রদান করতে সম্ভব হয়েছে। “দুর্যোগের সময় উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে আছে।

‎এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘর পুনর্নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow