31 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

সাইফ যুব দলের আবারো জয়

মোরছালিন ইসলাম, প্রতিনিধি: সাইফ স্পোর্টিং ক্লাবের আবারো জয়। বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২১-২২

আজকের ম্যাচটি সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ (যুবদল) বনাম কদমতলা সংসদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম পর্বে দুই দলেই কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ৫১ মিনিটে পেলান্টি থেকে কোনো ভাবেই মিস করিনি অধিনায়ক নূর আলম সিদ্দিক। আবারো দ্বিতীয় পর্বে ঘড়ির কাটা যখন ৮৩ মিনিট ঠিক সে সময় জালে আবারো বল ফন্দি করে নূর আলম।


নূর আলমের অসাধারন একের পর এক গোলে এগিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ। নূর আলম সিদ্দিক দিনাজপুরের রানীগঞ্জ বাজারের সন্তান। তার খেলায় মুগ্ধ এলাকাবাসী। তাদের পরবর্তী ম্যাচের বিপক্ষে লড়াই করবে শক্তিশালি যাত্রাবাড়ী ঝুঁটিকা সংসদ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ