শিবগঞ্জে দূর্গাপূজায় ৬২ মন্দিরে তারেক রহমানের অনুদান

Sep 23, 2025 - 21:25
 0  35
শিবগঞ্জে দূর্গাপূজায় ৬২ মন্দিরে তারেক রহমানের অনুদান

বগুড়ার শিবগঞ্জে শারদীয় দূর্গা ও কাত্যায়নী পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৬২টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে শিবগঞ্জ অনুদান বিতরনী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম। বক্তব্যে প্রধান অতিথি বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে সমান ভাবে থাকে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সকল মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে চাই। আমাদের প্রতিটি নেতা-কর্মী আপনাদের ধর্মীয় উৎসবে পাঁশে থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, সহ-সভাপতি নুরে আলম মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, রোকন-উদ-দৌলা রুবেল, ওবায়দুর রহমান মাস্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, আশীষ কুমার রায়, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের, ফজলুর রহমান এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহাদী হাসান তমাল প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow