কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ৪

মুন্সী ইউসুফ, কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নারীর নাম হালিমা (২৫)। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রানা বেপারীর (৩২) সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে অভিযোগ নিহতের পরিবারের।
বুধবার (৭ মে) সকালে কলাপাড়া পৌরসভার রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত ভবনের পাশে খালে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই দিন সন্ধ্যায় নিহতের মা রাশিদা বেগম থানায় গিয়ে ছবি দেখে মরদেহটি তার মেয়ে হালিমার বলে শনাক্ত করেন। তিনি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরদিন বৃহস্পতিবার (৮ মে) পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—হালিমার স্বামী মো. রানা বেপারী (৩২), শুভ হাওলাদার (২৩), মাসুম রাড়ী (৩২) ও মো. জালাল (৪৫)। মামলার অপর আসামি মাসুম হাওলাদার (২৮) পলাতক রয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “হত্যা মামলার পরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।”
What's Your Reaction?






