ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত

এজি লাভলু:
গত ৯ মে শুক্রবার সকাল ১১টায় রাজধানীর অভিজাত হোটেল সেরিনায় ‘মেড এডুকেয়ার বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনার ২০২৫’। দেশের স্বনামধন্য চিকিৎসক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিসহ অভিভাবক, মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও মিডিয়া প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। যা ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে ‘মেড এডুকেয়ার বাংলাদেশ’-এর যুগান্তকারী উদ্যোগ।
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট শিল্পপতি ও মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা জনাব এম এ মান্নান চৌধুরী আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাইহান কবির রনো। স্বাগত বক্তব্যে মেড এডুকেয়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব আছিফ রহমান শাহীন বলেন,
“ভবিষ্যতের চিকিৎসকরা যেন সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আন্তর্জাতিকমানের মেডিকেল শিক্ষা যেন সহজলভ্য হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি জানান, মেড এডুকেয়ার বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক মেড এডুকেয়ার দুবাইয়ের বাংলাদেশি শাখা, যা বর্তমানে বিশ্বের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্ব করছে।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিনের সিনিয়র স্পেশালিস্ট ও আন্তর্জাতিক রিলেশন অফিসার মিজ কিনাকি জুনুশোভা। তিনি মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা, ভর্তি প্রক্রিয়া ও ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেড এডুকেয়ার দুবাইয়ের অপারেশন ম্যানেজার জনাব আশিষ ক, পরিচালক ডা. রাকেশ, এবং বানী মণ্ডল। বাংলাদেশের চিকিৎসকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ডা. আয়েশা, চিফ মেডিকেল অফিসার, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
অনুষ্ঠানের শেষাংশে বিশিষ্ট শিল্পপতি ও মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এম এ মান্নান চৌধুরী আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ‘টোকেন অব লাভ ক্রেস্ট’ প্রদান করেন।
এ আয়োজন শুধু একটি সেমিনার নয়, বরং ছিল এক নতুন সম্ভাবনার দরজা খোলার প্রয়াস। আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার হাতছানি নিয়ে মেড এডুকেয়ার বাংলাদেশ যেন হয়ে উঠেছে ভবিষ্যৎ চিকিৎসকদের স্বপ্ন গড়ার নির্ভরযোগ্য সেতুবন্ধন।
What's Your Reaction?






