মিরসরাইয়ে বিএনপির কর্মী সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ
কমল পাটোয়ারি,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৩নংওর্য়াডে শুক্রবার(১৫ আগস্ট) সকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির নেতা মোহাম্মদ কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাএদল নেএী নাদিয়া নুসরাত , মুন্না, বসর, নবী, রিয়াজ, কালাম, সামচুউদ্দীনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,বিগত ১৬ বছর আমরা স্বাধীনভাবে চলতে পারিনি। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ লড়াই সংগ্রাম করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জুন-জুলাইয়ে আন্দোলনে সরকারের পতন হয়েছে। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সংসদ নির্বাচন যথাসময়ে বিএনপি দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করবে ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা জাতির সামনে পেশ করেছেন। এটি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। অনুষ্ঠান শেষে ৩নংওর্য়াডে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
What's Your Reaction?