মাদারীপুর প্রতিনিধি বরিশাল-মাদারীপুর খাল উদ্ধারে মাদারীপুরের ডাসার উপজেলার খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ডাসার উপজেলা প্রশাসন। আজ রোববার সকালে সানমুন্দী বাজার অংশ থেকে পাথুরিয়া পাড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময়ে খালের উপরে অবস্থিত কাঁচা পাকা শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, সেনাবাহিনী ওয়ারেন্ট অফিসার মাহাবুব আলম, ডাসার থানা এস আই হানিফ সরকার সহ সেনাবাহিনী ও ডাসার থানা পুলিশের সদস্যরা। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, সকল রকম অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।