মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

Apr 2, 2025 - 20:05
 0  41
মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মীরসরাই, চট্টগ্রাম,সংবাদদাতাঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জুয়েল বৈদ্য রাজীব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ঘরতাকিয়া এলাকায় আনসার ক্যাম্প সংলগ্ন আনসার ভিডিপি ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। জুয়েল বৈদ্য উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামের বিমল বৈদ্যের ছেলে। জুয়েলের স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। তিনি জোরারগঞ্জ বাজারের বিমল টিম্বার এন্ড ফার্নিচারের পরিচালক ছিলেন।

এছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব ছিলেন। এছাড়াও মীরসরাই পুজা উদযাপন পরিষদের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। জুয়েলের স্বজন সাংবাদিক রাজিব মজুমদার বলেন, জুয়েল বৈদ্য মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজ শেষ করে ভাড়া বাসায় মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে ঘরতাকিয়া এলাকায় আনসার ভিডিপি ক্লাবের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে তার মোটরসাইকেল। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বুধবার (২ এপ্রিল) দুপুরে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন ঘরতাকিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী জুয়েল বৈদ্য নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow