কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে মো. সেকান্দার সরদার-(৫৫) নামে এক অসহায় কৃষকের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুই উপজেলার সমন্বয়ে গঠিত ভূরঘাটা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অসহায় কৃষক সেকান্দার সরদার, তার স্ত্রী নিলুফা বেগম ও তার ছেলে দীন ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী সেকান্দাসহ ওই অসহায় পরিবারের লোকজনে সাংবাদিকদের জানান, তারা তাদের নিজ জমিতে একটি পাকা ঘর নির্মান কাজ শুরু করেন। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করেন। ওই প্রভাবশালী মহলের দাবীকৃত চাঁদার টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় গত শুক্রবার সকালে ওই অসহায় সেকান্দারের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকরসহ বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে গেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এদিকে বসতবাড়িতে ভাংচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ। অসহায় কৃষক সেকান্দার সরদার, তার স্ত্রী নিলুফা বেগম ও তার ছেলে দীন ইসলাম কান্না জরিত কণ্ঠে বলেন, আমরা আমাদের নিজ জমিতে একটি পাকা ঘর নির্মান কাজ শুরু করি। পরে স্থানীয় প্রভাবশালী রহিম সরদারসহ বেশ কয়েকজন মিলে আমাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু আমরা তাদের দাবীকৃত চাদার টাকা দিতে রাজি না হওয়ায় রহিম সরদার, রেজা দপ্তরী, করিম সরদার, হালিম সরদা ও মোতালেব সরদারসহ বেশ কিছু লোকজন মিলে বোমা বিস্ফোরন ঘটিয়ে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকরসহ কয়েক লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে গেছেন তারা। তাই তাদের নামে আদালতে একটি চাদা বাজির অভিযোগ দায়ের করেছি। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা আমাদের বিভিন্ন ধরনের হুমকী-ধামকী দিয়ে আসছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, বসতবাড়িতে ভাংচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।