৯৯৯ সহযোগীতা চাওয়ায় গৃহিণীকে মারধরের অভিযোগ পুলিশ সদস্য সরোয়ারের বিরুদ্ধে

Apr 23, 2025 - 16:04
 0  87
৯৯৯ সহযোগীতা চাওয়ায় গৃহিণীকে মারধরের অভিযোগ পুলিশ সদস্য সরোয়ারের বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামে এক গৃহিণীকে ৯৯৯ সহযোগীতা চাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে। 


ভুক্তভোগী ওই মহিলা বলেন,গত ১৮ এপ্রিল বিকালে বড় বাসালিয়া আমার বাড়ির যাওয়ার রাস্তা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা কাটাকাটি হচ্ছিলো । প্রথিমধ্যে আমি আমার বড় ভাইকে বিষয়টি জানালে তিনি ৯৯৯ কল করে সহযোগিতা চায় পুলিশের কাছে। অপর দিকে এই রাস্তা নিয়ে আমার প্রতিবেশি মৃত আতোয়ার হোসেনের ছেলে পুলিশের আইও সরোয়ার হোসেন হঠাৎ করে লোকজন নিয়ে এসে হামলা করে। হামলার সময় আমাকে লাঠি দিয়ে সজোড়ে আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আমি এই হামলাকরীর কঠিন বিচার দাবী করছি। 

এই হামলার বিষয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ছেলে ফেরদৌস রহমান। তিনি বলেন, আমার মায়ের উপর যে হামলা হয়েছে তার উপযুক্ত বিচার দাবী করছি। সরোয়ার পুলিশের লোক হয়ে কিভাবে ৯৯৯ সহযোগিতা চাওয়ায় হামলা করে তা আমার বোধগম্য নয়। তার ক্ষমতার কাছে আমরা কিছু না। 


অভিযোগের তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই রিনা খান বলেন,অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে মামলা হবে। 


মারধরের বিষয়ে জানার জন্য অভিযুক্ত সরোয়ার হোসেনের মুঠোফোনে কল তিনি এই প্রতিবেদকের পরিচয় জানার পর পরে কল করবো বলে সংযোগ কেটে দেন। 

জুয়েল রানা 

টাঙ্গাইল /২২-০৪-২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow