বাজার মুল্য কারসাজির অভিযোগে শেরপুরে ব্যবসায়ীকে জরিমানা

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে শনিবার (২২ মার্চ) শহরের স্টেডিয়াম মার্কেটের কাঁচামালের আড়ত, পাইকারী, খুচরা বিক্রেতাদের দোকান এবং কালিরবাজারে ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুল্য কারসাজির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে কালির বাজারের দুই ফল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়।তারা হলেন- ফল বিক্রেতা এমদাদুল হক (৪৫) এবং ছায়েদুর রহমান (২৭)। অভিযানকালে পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজি দরে বিক্রীর পরিবর্তে পিস হিসেবে বিক্রীর বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বিভিন্ন পণ্যের ক্রয়মুল্যের রশিদ পর্যালোচনা ও বিক্রয় মুল্য যাচাই করা হয়। সেইসাথে ওজনের কারচুপি, পচা, ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রী না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পন্যসামগ্রী বিক্রীর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।