নিহত হৃদয়''কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন

Mar 10, 2025 - 19:12
 0  37
নিহত হৃদয়''কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন

নূর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। গাজীপুরে কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত  হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে, সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় টাঙ্গাইলে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হৃদয়ের পরিবার ও আলমনগর গ্রামবাসী।  এতে অংশ নিয়ে বক্তব্য দেন, হৃদয়ের বাবা লাল মিয়া , মা রেহানা বেগম, বোন জেসমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালপুর প্রতিনিধি নাসির উদ্দিন।  বক্তারা, অবিলম্বে হৃদয়কে সরকারিভাবে শহীদি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। এছাড়াও হৃদয়ের মরদেহের সন্ধান করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন। সারাদেশে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল,  গত ৫ই আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে রাস্তায় ঘেরাও করে গুলি করে পুলিশ, তারপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া‌ হয়। এরপর সন্ধান মেলেনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের লালমিয়ার একমাত্র পুত্র কলেজ ছাত্র হৃদয়ের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow