বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরে ঘুড়ি উৎসব

ম.ম. হারুন অর রশিদ,মাদারীপুর প্রতিনিধি বাংলা নববর্ষ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রসাশনের আয়োজনে ও কালকিনি ক্রীয়া সংস্থার ব্যাবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে ঘুড়ি উৎসব প্রায় ১৫জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘুড়ি উৎসব উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ রহমান, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন বেপারী সহ অন্যান্যরা। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার বলেন, কালের পরিক্রমায় এসব উৎসব আমরা হারাতে বসেছি। এ ধরণের উৎসব সকলের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে দিবে। পাশাপাশি মাদক মুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আমরা প্রতিবছর বিভিন্ন প্রগ্রামে আমাদের দেশীয় খেলা গুলি রাখবো।