টাঙ্গাইলের বৃহত্তম ঈদের জামাত ২০১ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত 

টাঙ্গাইলের বৃহত্তম ঈদের জামাত ২০১ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত 

নুর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান শেষে, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে। ঈদের নামাজ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদে, জেলার বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১০টায়।

নামাজের খুৎবা প্রদান ও ইমামতি করেন, ২০১ গম্বুজ মসজিদের স্থায়ী খতিব মুফতি আবদুল্লাহ আল মামুন। উক্ত জামাতে আনুমানিক ১০হাজার মানুষ অংশ নেয়, ঈদের নামাজ শেষে প্রবাসীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।  বেলা বাড়ার সাথে, দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থীরা ভীড় জমাতে থাকে মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে।