গাড়ি চালক শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের, তদন্তের দাবী

জামালপুরে গাড়ি চালক শাহীন আলমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। আজ সোমবার (২৪ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে এ দাবী করেন তার পরিবারের সদস্যরা। শাহীন আলম জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলীর পূত্র। শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেন, ১০/১২ বছর আগে শাহীন গরুর গোশতের ব্যবসা করতেন। একই এলাকার কতিপয় লোকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী করেন। চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে গরু চুরি সহ একাধিক মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হয়। এসব মামলার বেশিরভাগ থেকেই নির্দোষ প্রমাণিত হোন তিনি। এরপরেও ঐ চক্রটি শাহীনকে নানাভাবে হুমকী ধামকি দিলে প্রাণের ভয়ে সে এলাকা থেকে দূরে চলে যান৷ সেখানে গিয়ে পিকাপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরপরেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো সে চক্রটি। তারা আরও অভিযোগ করে বলেন, গত ১৮ মার্চ সকালে মাদারগঞ্জ থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ। এই পরিকল্পিতভাবে হত্যাকান্ডের বিচারবিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তু দাবী করেন পিকাপ ভ্যান চালক শাহীনের পরিবার। এসময় বক্তব্য রাখেন, শাহীনের স্ত্রী জরিনা বেগম,ছেলে আশিক ও মনি। একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। মেহেদী হাসান জামালপুর। ২৪-০৩-২০২৫