মীরসরাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মীরসরাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগের বিরুদ্ধে ও তার পরিবারকে নিয়ে মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা ছড়িয়ে সামাজিকভাবে ঘৃণিত কর্মকাণ্ডের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে মীরসরাই পৌরসদরে একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী পরিবার এ সাংবাদিক সম্মেলন করেন। লিখিত বক্তব্যে সোহাগ জানিয়েছেন, তার পিতা সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ছিলো। তাদের পরিবারের বিরুদ্ধে কুচক্রী একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। যুবদল নেতা সোহাগের বিরুদ্ধে বিভিন্ন ধরণের লিফলেট বিতরণ করেছে। এই সময় ভুক্তভোগী পরিবার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব আলা উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, জাসাসের ভাইস চেয়ারম্যান সেলিম উদ্দিন, নিহত রফিক মেম্বারের ভাই ওহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা হারুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা সাঈদ ভূইঁয়া প্রমুখ।