তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ সহ সভাপতি আটক

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ সহ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার।। ভোলার তজুমদ্দিনে কোস্টগার্ড এবং বাংলাদেশ পুলিশের যৌথ সমন্বয়ে নুরনবী সিকদার বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ১নং বড় মলংচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদে দায়িত্বরত আছেন। কোস্টগার্ড সুত্রে জানা গেছে, রবিবার দুপুর ২ টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় দুষ্কৃতিকারী হিসেবে উপজেলার ১নং বড় মলংচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরনবী সিকদার বাবুলকে আটক করা হয়। আটকের পর সে বর্তমানে তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে আছেন। তজুমদ্দিন থানার এস আই মাসুম জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।