শেরপুরে শ্রীবরদী জামায়াতে ইসলামীর বিজয়ী করলে কোন দুর্নীতি থাকবে না

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে যে সকল প্রার্থী উপহার দিয়েছেন তাদেরকে বিজয়ী করলে দেশে কোন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী থাকবে না।বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা মেধাবী। তারা মেধার মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন ঘটাতে চায়। কোন ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মধ্যে এ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগ শ্রীবরদী উত্তর বাজার আমিনুল ইসলামের মার্কেটে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীবরদী উপজেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে-ইসলামী মনোনীত শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শ্রীবরদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিষ্টার, শ্রীবরদী উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে-ইসলামী (যুব বিভাগ) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি আমির হামজা মিষ্টার, ময়মনসিংহ মহানগরীর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, শেরপুর জেলা সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম, বাংলাদেশ জামায়েত ইসলামীর যুব বিভাগের উপজেলা সেক্রেটারি জাকির হোসেন, শ্রীবরদী পৌরসভার যুব বিভাগের সভাপতি শাহজাহান কবির পৌর যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলাম মনির প্রমুখ।আলোচনা সভা শেষে শ্রীবরদী উত্তর বাজার আমিনুল ইসলামের মার্কেট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে শহিদ মিনারে এসে শেষ হয়।