মেলান্দহ পৌর আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী গ্রেফতার

Mar 3, 2025 - 23:01
 0  42
মেলান্দহ পৌর আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী গ্রেফতার

জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি,বিশিষ্ট নাট্যকার বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজীসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  আজ সোমবার (৩ মার্চ) দুপুরে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগে মেলান্দহ থানায় হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।  এর আগে গতকাল (২ মার্চ) রবিবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে মেলান্দহ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।   গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট নাট্যকার বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী (৬৭) ও উপজেলার কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও কাংগালকুর্শা এলাকার মো. মমতাজ আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫)।  এ প্রসঙ্গে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মেহেদী হাসান জামালপুর। ০৩-০২-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow