মানবিক সাহায্যের আবেদন: স্বাভাবিক জীবনে ফিরতে চায় ইয়ামালা তঞ্চঙ্গ্যা

Mar 3, 2025 - 20:21
 0  121
মানবিক সাহায্যের আবেদন: স্বাভাবিক জীবনে ফিরতে চায় ইয়ামালা  তঞ্চঙ্গ্যা

আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ইয়মালা তঞ্চঙ্গ্যা । একজন দরিদ্র-অসহায় মাকে বাঁচাতে এগিয়ে আসুন।  রোগীর নাম : ইয়মালা তংচংগ্যা  (প্রকাশ- ইমিয়াচিং তংচংগ্যা) স্বামী : কৈমং তংচংগ্যা, ঠিকানা : বরইতলী পাড়া, ২৬৮নং রেজু মৌজা, ৩নং ঘুমধুম ইউনিয়ন ৯নং ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। রোগী পেশায় একজন গৃহিনী। গত ২১/০২/২০২৫ইং তারিখে রান্নার কাজের সময় চুলা থেকে তার পরিধেয় বস্ত্রে আগুন লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে কতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।রোগী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিতে ৩৬নং ওয়ার্ডে ১৯নং বেডে ভর্তি আছেন।বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।

তাহার কোমর থেকে পা পর্যন্ত অংশ সম্পূর্ণরূপে পুড়ে  গেছে। রোগীর পরিবার পেশায় দিনমজুর হওয়ায় এই ব্যয়বহুল চিকিৎসা কন্টিন্যু রাখতে সম্পূর্ণরূপে অক্ষম। তার স্বামী কৈমং তঞ্চঙ্গ্যা  গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে তার স্ত্রীর  স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত ভালো চিকিৎসার প্রয়োজন বলেন। কিন্তু এ জন্য অনেক টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে। প্রতিদিনের দুই ব্যাগ ব্লাড ও প্রতিদিন নয় হাজার টাকার ওষুধ লাগছে।

এ পর্যন্ত ৫০হাজার টাকার অধিক ওপরে খরচ করেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে।  তিনি বলেন, সমাজের,সকল  মানবিক সংস্থার ও বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার স্ত্রী  চিকিৎসা সহজ হবে। আমার স্ত্রীর  সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই। রোগী সঙ্গে যোগাযোগ করা যাবে অসীম তঞ্চঙ্গ্যা রোগীর বড় ছেলে ও শুক্ক তঞ্চঙ্গ্যা রোগীর ছোট ছেলে মোবাইল নাম্বার :01571763481;01571763481 দুটি নাম্বারেই বিকাশ ও নগদ একাউন্ট  খোলা আছে। চাইলে এতে সহায়তা পাঠানো যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow